গোদাগাড়ীতে বিজিবির হাতে মাদক সম্রাট বাবু গ্রেপ্তার
গোদাগাড়ীতে বিজিবির হাতে মাদক সম্রাট বাবু গ্রেপ্তার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ০৭:৩৩; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০৭:১৭

রাজশাহীর গোদাগাড়ী থানার সীমান্তবর্তী চর এলাকা থেকে মাদক সিন্ডিকেটের মূল হোতা ও শীর্ষ মাদক কারবারি তারেক বাবু বিজিবির হাতে গ্রেপ্তার হয়েছে। সোমবার (৩ অক্টোবর) ভোর ৪ টার দিকে গোদাগাড়ী উপজেলার আষাড়িয়াদহ ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বিজিবি। তারেক বাবুর পিতার নাম বেলাল ।
গ্রেপ্তার করার সময় তার কাছ থেকে উদ্ধার করে মাদকের কাজে ব্যবহৃত ইন্ডিয়ান অবৈধ দুইটি সিম কার্ড ও তার সাথে দুটি স্মার্ট ফোন, একটি বাটন মোবাইল ফোন ।
গোদাগাড়ী ৫৩ বিজিবি ব্যাটেলিয়নের কোম্পানি কমান্ডার আইন উদ্দিন বলেন, তিনি বহুদিন যাবত মাদক সিন্ডিকেটের সাথে জড়িত আছে এবং এই বাবু গোদাগাড়ী সীমান্তে মাদকের অবৈধ চোরাচালান হেরোইনসহ অন্যান্য মাদক দ্রব্যের বেশিরভাগ অবৈধ চালান ইন্ডিয়া হতে বাংলাদেশ ঢুকে তার হাত দিয়ে।
আপনার মূল্যবান মতামত দিন: