অভিযুক্ত ফাদারের সর্বোচ্চ শাস্তি দাবি
রাজশাহীতে আদিবাসী কিশোরী ধর্ষণের প্রতিবাদ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২০ ২১:৫১; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১৬:০০
-2020-10-01-15-49-23.jpg)
রাজশাহীতে গীর্জায় আদিবাসী কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্তের শাস্তি চেয়ে নগরীতে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র পরিষদ।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, রাজশাহী কলেজ কমিটির সভাপতি সাবিত্রী হেমব্রম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার মাহাতো, দিলিপ পাহান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা এ সময় ধর্ষণের সাথে জড়িত ফাদার প্রদীপ গ্রেগরীর সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবি জানিয়ে বলেন দেশ এখন ধর্ষণের রাজ্যে পরিণত হয়েছে। বিচারহীনতা সংস্কৃতি এই সমস্যাকে দীর্ঘায়িত করছে।
এই সময় তারা ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তার দাবি জানান।
এই সময় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, রাজশাহীর বিশিষ্ট সাংবাদিক ও মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফোকলোর ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী জেলা সভাপতি শাহাজাহান আলি বরজাহান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির আহবায়ক রিদম শাহরিয়ার, ছাত্র নেতা তামিম সিরাজী।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: