রাজশাহীর বাঘায় ১০ জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ জুয়াড়ি গ্রেপ্তার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২ ০৬:৫২; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০৬:৪৭

গ্রেফতারকৃত আসামীরা

রাজশাহীর বাঘায় জুয়া খেলা অবস্থায় ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের হেফাজত হতে জুয়া খেলার কাজে ব্যবহৃত ০৩ সেট প্লেইং কার্ড (তাস), নগদ ৮,৮৩০/- টাকা, ও ২ টি খেজুর পাতার পাটি উদ্ধার করা হয়। সোমবার রাতে উপজেলার আড়ানি ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে জুয়া খেলার সরঞ্জামসহ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বাঘা উপজেলা হরিপুর গ্রামের সাইদুল ইসলাম (৪৮) (পিতা-মৃত আখের আলী), একই গ্রামের রিপন আলী(৩০), ( পিতা-মোঃ ইউনুস আলী), জাহাঙ্গীর আলী(৩০) ( পিতা-মৃত নিজাম আলী) , আনোয়ার হোসেন (৪৯),( পিতা-মৃত ইয়াকুব সরকার), মন্টু আলী(৪৫), (পিতা-ওমর আলী), একই উপজেলার খাগারবাড়িয়া গ্রামের আকবর আলী(৪৫), ( পিতা-মোঃ হযরত আলী) , আলিফ আলী (৪৫), ( পিতা-মৃত আছের উদ্দিন), নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্রতাবপুর গ্রামের শ্রী সপ্তম প্রমানিক(৫০), (পিতা-মৃত নরেন চন্দ্র প্রমানিক), চক মাহাপুর গ্রামের ইসার উদ্দিন(৪০), পিতা- মহাসিন আলী), শফিকুল ইসলাম(৪৫),( পিতা-মৃত আহাদ আলী)। পুলিশ জানায়,তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারা মতে মামলা রজ্জু করা হয়েছে। (বাঘা থানার মামলা নং-১৭, তারিখ-১৮-১০-২২ খ্রিঃ)।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, রাজশাহীর পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় তাদেরসহ একইদিন রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করেআরো ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এক ব্যক্তির বিরুদ্ধে ২ টি জিআর মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়নাভুক্ত ও ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক ১ জন আসামী রয়েছে। মঙ্গলবার (১৮/১০/২০২২) গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top