নাটোরে মাদক মামলায় যুবকের ১০ বছর কারাদণ্ড

রাজটাইমস ডেস্ক:  | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২ ০৫:৪৮; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৪:৩০

ছবি: সংগৃহিত

নাটোরে মাদক মামলায় মো. জাহাঙ্গীর ওরফে বাবু প্রধান (২৮) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে নাটোর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন এ আদেশ দেন।

আসামি মো. জাহাঙ্গীর ওরফে বাবু প্রধান নাটোর সদর উপজেলার মাঝদিঘা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

আদালত সূত্র জানা গেছে, গত ২০১৮ সালের ১৯ ডিসেম্বর নাটোর সদর উপজেলার ছাতনী সুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে ৭৮৫ পিস বিদেশি গোলাপী ইয়াবাসহ নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা জাহাঙ্গীর ওরফে বাবু প্রধানকে আটক করে।

এ বিষয়ে র্যাবের এসআই মো. মহোশিন আলী বাদী হয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের করলে স্বাক্ষ্য প্রমাণ শেষে বৃহস্পতিবার বিকালে আদালতের বিচারক তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top