কবি ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা
কবি ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২ ০৯:১০; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৮:৪৭

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর আয়োজনে কবি ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য, রাজশাহী মহানগরীর পরিচালক আব্দুল্লাহ আল মেহেদীর ব্যবস্থাপনায়, শাখার সহকারী পরিচালক হিমেল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক আব্দুল্লাহ আল মামুর, সাহিত্য বিশ্লেষক ও বিশিষ্ট প্রবন্ধকার ড.মুর্শেদা খানম, বিশিষ্ট সাহিত্যিক জনাব মুক্তার আলী, বিশিষ্ট সাহিত্যিক জনাব হযরত আলী, বিশিষ্ট সুরকার জনাব নেয়ামুল হক এবং রাজশাহী মহানগরীর সাবেক শিক্ষা সাহিত্য সম্পাদক বিশিষ্ট সাহিত্যিক জনাব সাব্বির আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখার অর্থ সম্পাদক আবু হানিফ, সমাজসেবা সম্পাদক আবু তাহের, খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক আমানুল্লাহ আমানসহ অন্যান্য সংগঠক এবং খুদে সাহিত্যিকরা।
অনুষ্ঠানে কবি ফররুখ আহমদ এর স্মরণে একটি প্রবন্ধ পাঠ করা হয় যেখানে তার জীবন ও কর্মের উল্লেখযোগ্য দিকগুলো শিশুদের মাঝে তুলে ধরা হয়। অনুষ্ঠানে শিশুরা তাদের স্বরোচিত বিভিন্ন লেখা পাঠ করে এবং ছড়া পাঠ করে।
আপনার মূল্যবান মতামত দিন: