নগরীতে জামায়াতের ঝটিকা সমাবেশ
প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২ ০২:২৮; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৮:৪৬

পল্টনে ২৮ অক্টোবর ২০০৬ প্রকাশ্য হত্যাকান্ডের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ-সমাবেশ করেছে রাজশাহী মহানগর জামায়াত। বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিলটি রাজশাহী নগরীর বিন্দুর মোড় রেলগেট প্রদক্ষিন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে মহানগরী জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কলংকজনক অধ্যায়। সেদিন মিডিয়ার সুবাদে আওয়ামী লীগের সন্ত্রাসী খুনীদের অমানবিক ও নিষ্ঠুরতম বর্বরতা বাংলাদেশসহ সারা বিশ্ববাসী অবলোকন করে। দুঃখ জনক হলো, এমন প্রকাশ্য দিবালোকে সংঘটিত হওয়া নিষ্ঠুর বর্বরতার আজ ১৭ বছর অতিবাহিত হয়েছে। কিন্তু এ নৃশংস খুনের বিচার জাতি আজও পাইনি। নেতৃবৃন্দ অনতিবিলম্ব খুনিদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, আব্দুস সামাদ, প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান, মহানগরীর জামায়াত নেতা গোলাম মুর্তুজা, মতিহার থানার আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সোহেল, বোয়ালিয়া পশ্চিম থানার আমীর আব্দুল হান্নান, রাজপাড়া থানার নায়েবে আমীর রেজাউল করিম রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: