ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
রাজ টাইমস | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২ ০২:৩৭; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১১:৩৪

নগরীতে ট্রেনে কাটা পড়ে সাবেরা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকায় রেলক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবেরা বেগম নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ার বাসিন্দা তিনি। স্বামীর নাম আলাউদ্দিন (মৃত)। সাবেরা বেগম গৃহকর্মীর কাজ করতেন।
জিআরপি থানা সূত্রে জানা যায় , বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সাবেরা বেগম কাজে যাচ্ছিলেন। নগরীর ডিঙ্গাডোবা পাঠার মোড় এলাকায় রেললাইনের লেভেল ক্রসিংয়ে কোন গেটম্যান থাকে না। ওই লেভেল ক্রসিং পারাপারের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন সাবেরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আপনার মূল্যবান মতামত দিন: