গোদাগাড়ীতে স্ত্রীকে এসিড ছুঁড়ে মারা স্বামী গ্রেফতার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০ ২২:০০; আপডেট: ৩ অক্টোবর ২০২০ ২২:০২
-2020-10-03-15-59-46.jpg)
গ্রেফতারকৃত স্বামী মুরাদ।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্ত্রীকে এসিড ছুঁড়ে মুখ ঝলসে দেয়ার ঘটনায় পাষন্ড স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (০২ অক্টোবর) রাতে উপজেলার কুমরপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেফতারকৃত স্বামী মুরাদ কুমরপুর গ্রামের রাফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকের হেলপার।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫। র্যাব-৫ এর রাজশাহীর কোম্পানী অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মুরাদকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
আসামী মুরাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে শনিবার (০৩ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে বলে জানান গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম।
উল্লেখ্য, দাম্পত্য কলহের জের ধরে বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে স্ত্রী মাহবুবার ওপর এসিড নিক্ষেপ করেন মুরাদ।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: