গোদাগাড়ীতে অস্ত্র মামলার আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২২ ০৩:২১; আপডেট: ১ নভেম্বর ২০২২ ০৩:২২

রাজশাহীতে অস্ত্র ও মাদক মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ৫-এর একটি দল।রোববার দিনগত রাতে গোদাগাড়ী উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোপালপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে র্যাব ৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম সুজন আলী (২৩)। তিনি গোদাগাড়ী উপজেলার মোল্লাপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সুজন আলীর নামে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। তিনি অনেক দিন ধরেই পলাতক ছিলেন। রোববার রাতে গ্রেফতারের পর তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব সূত্র আরও জানায়, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সুজন জানান, দীর্ঘ দিন ধরে তিনি মাদকের কারবার করে আসছেন।
আপনার মূল্যবান মতামত দিন: