রাজশাহী ইতিহাস পরিষদের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২২ ০৪:১৫; আপডেট: ১ নভেম্বর ২০২২ ০৪:১৬

রাজশাহী ইতিহাস পরিষদের সভায় বক্তব্য রাখছেন কবি রুহুল আমিন প্রামাণিক।

রাজশাহী, বরেন্দ্রভূমি এবং বাংলার ইতিহাস-ঐতিহ্য চর্চার প্রত্যয় নিয়ে ‘রাজশাহী ইতিহাস পরিষদ’ নামে একটি সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।

৩১ সদস্য বিশিষ্ট এ কমিটিরতে কবি রুহুল আমিন প্রামাণিক কে আহ্বায়ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. সফিকুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়। রাজশাহী ইতিহাস পরিষদের অপর সদস্যগণ হলেন (জেষ্ঠ্যতার ভিত্তিতে নয়) শফিকুর রহমান বাদশা, কবি আরিফুল হক কুমার, ডাঃ এ এফ এম জাহিদ, আলমগীর মালেক শেখ, দিলীপকুমার ঘোষ, নিতাই কুমার সরকার, ড. সুজিত সরকার, মনিরুল হক সন্টু, ড. আব্দুল মতিন, আনারুল হক আনা, আলী আসলান, আমিনুর রহমান খান রুবেল, হাসিব পান্না, বীথি মজিদা, মো. আহসান আলী, কামার উল্লাহ সরকার, আবু তালের মোল্লাহ্, সাঈদ জামান চন্দন, প্রকৌশলী খাদেমুল ইসলাম, আবুল বাসার বাদল, সোনিয়া পাল ডলি, শরীফ আহমেদ বিল্টু, মো. রোকনুজ্জামান, শামসুন নাহার লিপি, মো. হাসিনুর রহমান, মো. আব্দুল জাবিদ অপু, আনোয়ার আলী হিমু, এস এম রেজাউল ইসলাম, মো. শামীম শেখ, আলম হাবিব মোস্তফা, মোহাম্মদ রুহুল আমীন।

নগরীর মুক্তিযুদ্ধ পাঠাগারে শনিবার (২৯ অক্টোবর) রাতে এ কমিটি গঠন করা হয়। পরে সকল সদস্যবৃন্দ ‘রাজশাহী ইতিহাস পরিষদ’ বৃহত্তর রাজশাহী, বরেন্দ্রভূমি এবং বাংলার ইতিহাস-ঐতিহ্য’র চর্চা, গবেষণা, রচনা, প্রকাশনা, সংরক্ষণ, পঠন-পাঠন ও প্রদর্শনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top