শেষ হলো কারিতাসের জুবলী উৎসব
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ২১:৪৭; আপডেট: ৬ নভেম্বর ২০২২ ২১:৪৯

নানা আয়োজনে মধ্যে দিয়ে শনিবার কারিতাস রাজশাহী অঞ্চলের সুবর্ণজয়ন্তীর বর্ষব্যাপি জুবলী উৎসব সমাপ্ত হয়। “ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা”Ñ এ মূলসুরকে কেন্দ্র করে দিনব্যাপি রাজশাহী অঞ্চলের মহিষবাথান আঞ্চলিক কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠান উদ্যাপনের মধ্য দিয়ে বর্ষব্যাপী জুবিলী উদ্যাপনের সমাপ্ত হয়।
এ লক্ষে সকাল ৯টার দিকে কারিতাস এর কর্মকর্তা-কর্মী ও অতিথিবৃন্দ মিলে জুবলী র্যালি করেন। তার ামহিষবাথান আঞ্চলিক কার্যালয় হতে র্যলি নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এসে শেষ করেন। র্যালি পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপি কর্মসূচীর উদ্বোধন করেন।
সেই কারিতাস এর কর্মকর্তাবৃন্দ কারিতাস এর পতাকা উত্তোলন করেন। সেইসাথে মোমাবাতি প্রজ্জ্বলন, রক্তদান কর্মসূচী, স্টল পরিদর্শন ও স্মারক বৃক্ষরোপন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশ ভালবাসায় ৫০ বছরের পথচলায় ঐতিহাসিক ও উল্লেখযোগ্য অর্জন সহভাগিতা করেন মি. কার্তিক মিঞ্জ, কারিতাস রাজশাহী অঞ্চল।
প্রধান অতিথি বলেন, কারিতাস বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে এবং ভঙ্গুর দেশের পুণরগঠনের লক্ষে কাজ শুরু করে। সেইসাথে পিছিয়ে পরা জাতীগোষ্ঠী, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠির জণগণের ভাগ্যন্নোয়নে কাজ করে যাচ্ছে। এছাড়াে কারিতসা ভাতৃত্ব বন্ধনের লক্ষে সেইকাল থকে কাজ করে চলেছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাদার ফাবিয়ান মারাণ্ডী, ভিকার জেনারেল, রাজশাহী ধর্মপ্রদেশ। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। দিনব্যাপী অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি. ডিডি. বিশপ, রাজশাহী কাথলিক ধর্মপ্রদেশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কারিতাস অঞ্চলেল ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মি. দীপক এক্কা, কর্মসূচি কর্মকর্তা (ডিএম), কারিতাস রাজশাহী অঞ্চল।
এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তাবৃন্দ এবং কারিতাস রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা-কর্মীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন মিত্র, যুবক-যুবতী, কারিতাসের সহযোগী সমিতির সদস্য সদস্যা এবং আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া প্রতিনিধি, সমমনা এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কারিতাসের ৫০ বছরের পথ চলার স্মৃতিচারণ ও উল্লেখযোগ্য অর্জন সহভাগিতা, অতিথিদের বক্তব্য, ক্রেস্ট প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাকী কূপন ড্র, পুরস্কার বিতরণী ও ধন্যবাদ জ্ঞাপন।
আপনার মূল্যবান মতামত দিন: