আ’লীগ নেতা ও ইউপি সদস্য হেরোইনসহ আটক
রাজ টাইমস | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২২ ০৫:১২; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৬:০০

আ’লীগ নেতা ও ইউপি সদস্য ফরমান আলী কে হেরোইনসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকা থেকে রবিবার (৬ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। তিনি বানেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার।
ওসি জানান, রবিবার দুপুরে চারঘাট-বানেশ্বর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ইউপি সদস্য ফরামান আলী মাদকাসক্ত। তিনি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। সম্প্রতি এমপি মুনসুর তার বাড়িতে ফরমান আলীকে ফুল দিয়ে বরণ করে নেন। এমপির সঙ্গে ফরমানের বেশ সখ্যতা ছিলো বলেও দাবি করেন অনেকেই।
আপনার মূল্যবান মতামত দিন: