নগরীতে এ্যাডভোকেসি ফোরামের সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০ ০৪:২৭; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ২০:১৫

 

নগরীতে অসহায় দুঃস্থ শিশুদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে এ্যাডভোকেসি ফোরাম।

রোববার (৪ অক্টোবর) রাজশাহী নগরীর বর্নালীর মোড়ে অবস্থিত 'ছোট মনি নিবাস' এর শিশুদের মাঝে সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী'র ম্যানেজার আফসানা বেবী, এ্যাডভোকেসি ফোরাম রাজশাহীর আহবায়ক আওয়ামীলীগ নেত্রী মর্জিনা পারভীন ও ছোট মনি নিবাসের উপ তত্ত্বাবধায়ক ওয়াহেদা খাতুন উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান চঞ্চল, বিএনপি নেতা মাহফুজুল হাসনাইন হিকোল, জাতীয় পার্টি নেতা শাহীনুল ইসলাম শাহীন, আওয়ামীলীগ নেত্রী মালিহা জামান মালা, বিএনপি নেত্রী নার্গিস আক্তার প্রমুখ।

কাফি



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top