হত্যার দায়ে বাবা-মাসহ ভাই গ্রেফতার

ডেস্ক নিউজ | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২ ০৫:৩৪; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ১১:৩৯

ফাইল ছবি

রাজশাহীর পুঠিয়ায় হোসনে আরা প্রান্তি (২০) নামের এক মেয়েকে হত্যার দায়ে বাবা মা ও ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে পুঠিয়ার গণ্ডগোহালী জামালগঞ্জ পাড়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বাবা বাবু (৪৫), মা নাসরিন বেগম(৪০) ও ভাই নাসিম (১৮)।

পুলিশ জানায়, গত ৪ মার্চ রাতে প্রান্তিকে মারধর করার পর সে জ্ঞান হারিয়ে ফেললে তাকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে আত্মহত্যা করেছে বলে আমগাছে ঝুলিয়ে রাখে পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠায়। সে সময় একটি ইউডি মামলা করা হয়। 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top