ডিজিটাল উদ্ভাবনী মেলায় চারঘাট প্রথম স্থান

ডিজিটাল উদ্ভাবনী মেলায় চারঘাট প্রথম স্থান

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২ ০৮:১৯; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০৬:৫৫

ছবি: সংগৃহিত

দুইদিন ব্যাপী রাজশাহী জেলা প্রশাসন আয়োজনে (১৬ নভেম্বর) বুধবার বিকেলে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ডিজিটাল রোবটস উপস্থাপক ক্যাটাগরিতে সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম স্থান ও নাটোর পবিস-২ চারঘাট জোনাল অফিস শ্রেষ্ঠ স্টল ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করায় বিজয়ীদের মাঝে ক্রেস ও সনদপত্র প্রদান করেন রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং জেলা প্রশাসক আব্দুল জলিল, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ চারঘাট জোনাল অফিস ডিজিএম প্রশৌশলী রঞ্জন কুমারসহ বিভিন্ন দপ্তরের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডিজিটাল রোবটস উপস্থাপক ক্যাটাগরিতে সরদহ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রথম স্থান ও নাটোর পবিস-২ চারঘাট জোনাল অফিস শ্রেষ্ঠ স্টল ক্যাটাগরিতে প্রথম স্থান হওয়ায় বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা মানজুরা মুশাররফ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জয়নাল আবেদীন ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি মাইনুল হক সান্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

#এমএস



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top