রাজশাহী পুলিশ সুপার

অপরাধ দমনে পেশাদারিত্বের সাথে কাজ করবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ অক্টোবর ২০২০ ২৩:৫০; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫০


মাদক সন্ত্রাস ও দূর্নীতি রোধে পেশাদারিত্বের সাথে কাজ করবে রাজশাহী জেলা পুলিশ। মাদক ও সন্ত্রাসের সাথে কোন আপোষ করবেনা পুলিশ। এমন কি পুলিশের মধ্যে কোন মাদকসেবি থাকলে তাদেরকেও কঠোরভাবে আইনের আওতায় নেয়া হবে। মাদক বা সন্ত্রাস দমনে কারো চেহারার দিকে তাকিয়ে নয়, অপরাধের সাথে যে জড়িত থাকবে তাকেই আইনের আওতায় আনা হবে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রাজশাহী জেলার পুলিশ সুপার এসব কথা বলেন।

রাজশাহী পুলিশ লাইন্সে আয়োজিত এ মতবিনিময় সভায় রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলোকট্রনিক ও অনলাইনের সাংবাদিকগণ উপস্তিত ছিলেন। এ সময় রাজশাহীর পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

চলতি মাসের ১ তারিখ রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে যোগ দেন তিনি। রাজশাহীতে যোগদানের পূর্বে কক্সবাজারে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সাংবাদিকগণ নতুন পুলিশ সুপারকে রাজশাহীতে যোগদানের জন্য শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইফতে খায়ের আলম, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) রুবেল আহমেদ প্রমুখ।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top