চারঘাটে আমবাগান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০ ২২:৩০; আপডেট: ৪ আগস্ট ২০২৫ ০২:২৬

ঘটনাস্থলে উপস্থিত চারঘাট থানা পুলিশ।

রাজশাহীর চারঘাট উপজেলায় এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত ব্যক্তি উপজেলার ইউসুফপুর সিপাইপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে (ভ্যান চালক) সাজদার রহমান (৪৫) বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (০৭ অক্টোবর) সন্ধ্যার দিকে সাজদার রহমান বাড়ি থকে বের হয়ে পার্শ্ববর্তী গোবিন্দপুর হাটে বাজার করার কথা বলে বের হয়ে গিয়ে আর ফিরে অসেনি। সকালে এলাকাবাসি ইউসুফপুর কলেজের উত্তরে একটি আমবাগানের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে নিহত সাজদারের পিতা মাতা ছুটে যায় এবং তারা সাজদারের লাশ শনাক্ত করে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয় বলে জানান চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু।

নিহতের ছেলে রাজু বাদি হয়ে একটি মামলা করেছেন বলে ও জানান ওসি সমিত কুমার কুন্ডু।

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top