পুঠিয়ায় সর্প দংশনে গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া | প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০ ০৩:১০; আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১২:৫০

রাজশাহীর পুঠিয়া উপজেলায় খড়িরঘরে সর্প দংশনে কামরুনাহার (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।
রোববার (১১ অক্টোবর) দুপুরে রামেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে ওই গৃহবধূ রান্নার জন্য খড়ি আনতে যান। সে সময় খড়ির মধ্যে থেকে তাকে সর্প দংশন করে। পরে পরিবারের লোকজন তাকে রামেক হাসপাতালে ভর্তি করেন। দুপুরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে রোববার সন্ধ্যায় জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
কাফি/০৩
বিষয়: পুঠিয়া
আপনার মূল্যবান মতামত দিন: