প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় নওঁগার নওহাটায় করার দাবি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২০ ২৩:৫০; আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০৪:৫৯
-2020-10-16-17-50-05.jpg)
নওঁগায় প্রস্তাবিত কৃষি বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত জায়গায় স্থাপন না করে নওহাটা মোড়ে স্থাপনের দাবিতে লং মার্চ কর্মসূচী পালন করেছে স্থানীয়রা।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যালো নওঁগার' আয়োজনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এই সময় স্থানীয়রা তাদের দাবিতে নওহাটা মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রস্তাবিত স্থান আব্দুল জলিল কোন্ড স্টোরেজ পর্যন্ত লং মার্চ করেন।
লং মার্চটি একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, লে. কর্নেল (অব:) আসির উদ্দিন দেওয়ান, বলিহর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবু নাসের, সাবেক শিক্ষা অফিস আফাজ উদ্দীন, সাবেক চেয়ারম্যান হাসান আলী মন্ডল, সংগঠক মনিরুল ইসলাম মনির, ফরহাদ হোসেন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে প্রস্তাবিত জায়গায় বিশ্ববিদ্যালয় স্থাপন না করে নওহাটা মোড়ে কেন বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় তার উপযুক্ত যুক্তি উপস্থাপন করেন। তারা বলেন নওহাটা মোড়ের পার্শ্বে বেশ কিছু সরকারি খাস জমিসহ ইউনিয়নে মোট ১১শ ৫০বিঘা (প্রায় ২শ ৯৯একর) জমি আছে। এই জমিগুলো সরকার নিজের হেফাজতে নিয়ে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করলে সরকারের রাজস্ব খাত থেকে জমি অধিগ্রহণের খরচ অনেকাংশেই কমে যাবে। তাই উপস্থিত সকলে নওহাটা মোড়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: