চারঘাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০ ০০:৫১; আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ০১:০০
-2020-10-16-18-50-13.jpg)
রাজশাহীর চারঘাট উপজেলায় মাদকদ্রব্যসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে দশটায় উপজেলার মেরামতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শুক্রবার দুপুরে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
আটককৃত ব্যক্তি চারঘাটের পিরোজপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আবদুল আজিজ (৫৫) বলে জানা গেছে।
এই সময় আটককৃতের কাছ থেকে ১১৫ বোতল ফেনসিডিল উদ্বার করা হয়।
র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি শেখ আনোয়ার হোসেন এর নেতৃতে উপজেলার মেরামতপুর এলাকায় এ অভিযান চালায়। এসময় ১১৫ বোতল ফেনসিডিল আবদুল আজিজকে আটক করা হয়।
আটককৃত আবদুল আজিজ তার মাদকদ্রব্যে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এ নিয়ে তার বিরুদ্ধে চারঘাট থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে ও জানানো হয়েছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: