রাজপাড়া জামায়াত নেতাসহ গ্রেফতার ১৪

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ মে ২০২৩ ২০:৪৮; আপডেট: ৩ এপ্রিল ২০২৫ ০৮:৪৮

ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আমির ও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক কামরুজ্জামান সোহেল ও থানার নায়েবে আমির অধ্যাপক নুরুল ইসলাম মনিসহ ১৪ জন আলেমে-ওলামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পরে সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে এঘটনাবে পুলিশের নির্বাচনী আচরন বিধি লংঘন বলে অভিযোগ করেছে। গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে বলা হয়,  রাজশাহীতে নির্বাচনী গণংযোগ শেষে নাস্তারত অবস্থায় জামায়াত নেতা ও আলেমসহ ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ সিদ্দিক হোসেন ও সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল।

  



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top