রাবি অধ্যাপক তাহেরের হত্যাকারীদের মৃত্যুদণ্ড কার্যকরে বাধা নেই

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ মে ২০২৩ ১৪:৩৮; আপডেট: ২১ মে ২০২৪ ১০:০৭

ছবি: ফাইল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত চেয়ে করা রিট আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এর ফলে আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো আইনি বাধা থাকল না।

আজ রোববার (১৪ মে) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

২০০৬ সালের ১ ফেব্রুয়ারি রাবির কোয়ার্টারের ম্যানহোলে পাওয়া যায় অধ্যাপক তাহেরের মরদেহ। এ ঘটনায় ২০০৮ সালে ৪ জনের মৃত্যুদণ্ড দেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পরে মামলাটি হাইকোর্ট পর্যন্ত গড়ায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলমের ফাঁসির রায় মৃত্যুদণ্ড বহাল‌ রাখেন হাইকোর্ট।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top