চারঘাটে নারী উদ্যোক্তা বিষয়ক কর্মশালা শুরু

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০ ২২:৩২; আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০৪:৫২

চারঘাটের সোয়ালজের প্রশিক্ষণ হলে নারী উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।

রাজশাহীর চারঘাট উপজেলায় উদ্বোধন করা হল নারী উদ্যোক্তা বিষয়ক কর্মশালার।

সোমবার (১৯ অক্টোবর) সকালে স্বেচ্ছাসেবী সংস্থা সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

সংস্থাটির থানাপাড়ায় প্রশিক্ষন হলে এই কর্মশালার উদ্বোধন করেন থানাপাড়া সোয়ালোজ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক রায়হান আলী।

ফ্রান্স এর আর্থিক সহযোগীতায় ক্ষুদ্রঋণ প্রকল্পের প্রায় ৯০ জন নারী সদস্যকে পর্যায়ক্রমে এই প্রশিক্ষনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান সংস্থার নির্বাহী পরিচালক রায়হান আলী। তিনি বলেন, করোনাকালীন ও করোনা পরবর্তী সময়ে ক্ষুদ্র ব্যবসায়ের সাথে জড়িত এই সকল নারী উদ্যোক্তাগন ব্যবসা সচল রাখতে এই কর্মশালা সহযোগীতা করবে।

এই সময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রশিক্ষক উপজেলা সমাজসেবা অফিসার মফিজ উদ্দীন, সোয়ালোজের সহকারী পরিচালক মাহমুদা বেগমসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

  • এসএইচ

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top