পুঠিয়ায় দুদিন ব্যাপি হেলথ ক্যাম্পের উদ্বোধন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০ ২৩:১৭; আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ ০২:৩৮

পুঠিয়ায় উপজেলা প্রশাসন ভবনের অডিটোরিয়ামে দুদিন ব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় উদ্বোধন হল মহিলা বিষয়ক অধিদপ্তরের ২ দিন ব্যাপী হেলথ ক্যাম্প।

সোমবার (১৯ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অডিটোরিয়াম হলে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচীর আওতায় ২০১৯-২০২০ অর্থ-বছরে পৌরসভার ৪৭৫ জন নির্বাচিত ভাতাভোগীদের চলমান স্বাস্থ্যসেবা আরও জোরদার করার লক্ষ্যে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ ডালিয়া পারভীনসহ প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হেলথ ক্যাম্পে একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান, বিভিন্ন সামগ্রী বিতরণসহ মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top