চারঘাটে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০ ২৩:৩৯; আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ ০২:২৪

জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষো চারঘাট উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি।

জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উদযাপন উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকলের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাসমুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চারঘাট পৌরসভার আয়োজনে এবং তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প ইউজিপি-৩ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য অধিদপ্তরের সহযোগীতায় একটি বনার্ঢ্য র‍্যালীর আয়োজন করা হয়।

পৌরসভার চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি চারঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল। সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর সচিব মোহাম্মদ রবিউল হক।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকৌশলী রেজাউল করিম, ইউজিআইআইপি-৩ মিউনিসিপ্যাল প্রকৌশলী হুমায়ুন কবির, পৌর মহিলা কাউন্সিলর শেফালী বেগম, ৫ নং ওয়ার্ড কমিশনার আজমল হোসনে মতি, ৯নং ওয়ার্ড কমিশনার ও ৬নং ওয়ার্ডের চলতি দ্বায়িত্বে আলতাব হোসেন, ১নং ওয়ার্ড কমিশনার সাজ্জাদ হোসেন, ৪ নং ওয়ার্ড কমিশনার মোজাফ্ফর হোসেন ও চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুসহ পৌর কর্মকর্তাবৃন্দ। 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top