নওগাঁয় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১১ জুন ২০২৩ ০৪:০৬; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১০:৩৯
-2023-06-10-22-06-33.jpg)
নওগাঁর সাপাহারে পুকুর ও নদীর পানিতে ডুবে হাবিবা (২) ও আসাদুল (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) দুপুরের দিকে উপজেলার শিমুলডাংগাঁ মধ্য রামাশ্রম এবং কলমুডাঙ্গা বড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন—উপজেলার শিমুলডাংগাঁ মধ্য রামাশ্রম গ্রামের খাইরুল ইসলামের মেয়ে হাবিবা (২) ও হাপানিয়া কুর্তিপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে আসাদুল (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে উপজেলার শিমুলডাংগাঁ মধ্য রামাশ্রম গ্রামে নিজ বাড়িতে শিশু হাবিবাকে বাড়িতে রেখে মাঠ থেকে ছাগল আনতে যায় তার মা হালিমা খাতুন। বাড়িতে ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে শিশু হাবিবাকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা মৃত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে।
অপরদিকে উপজেলার কলমুডাঙ্গা বড়িপাড়া গ্রামে নানি বাড়িতে বেড়াতে এসে দুপুর দেড়টার দিকে পূণর্ভবা নদীতে গোসল করতে যায় আসাদুল। এসময় সাঁতার না জানায় নদীর গভীরে পানিতে তলিয়ে যায় শিশুটি। সেখানেই পানিতে ডুবে তার মৃত্যু হয়।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর।
আপনার মূল্যবান মতামত দিন: