মেয়র প্রার্থীরা যে কেন্দ্রে ভোট দেবেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জুন ২০২৩ ০৬:০৭; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ১০:১৬

ফাইল ছবি

আজ বুধবার (২১ জুন) অনুষ্ঠিতব্য রাজশাহী সিটি করর্পোরেশন (রাসিক) নির্বাচন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাসিক নির্বাচনে এই প্রথমবারের মতো ভোটগ্রহণের জন্য ব্যবহার করা হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। তাই সবাই ইভিএমের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।

রাসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট চারজন মেয়রপ্রার্থী। তবে একজন প্রার্থী নির্বাচন বয়কট করায় শেষ পর্যন্ত তিনজন প্রার্থী নির্বাচনে রয়েছেন। তারা সবাই নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

রাসিক নির্বাচনে কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী মেয়রপ্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন (নৌকা), জাতীয় পার্টি (জাপা) মনোনীত সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুরশিদ আলম ফারুকী (হাতপাখা) ও জাকের পার্টি মনোনীত লতিফ আনোয়ার (গোলাপফুল)। যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন বয়কট ঘোষণা করেছেন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ইভিএমের তালিকায় প্রতীকসহ ওই প্রার্থী নাম থাকবে। বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় থাকা মেয়রপ্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের উপশহর এলাকায় থাকা রাজশাহী স্যাটেলাইট টাউন হাইস্কুল কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে ৯টায় মধ্যে ভোট দেবেন।

জাপার মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মালদা কলোনি এলাকায় থাকা আটকশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন সকাল ১০টায়। এছাড়া জাকের পার্টির মেয়রপ্রার্থী লতিফ আনোয়ার মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের হেতমখাঁ গোরস্থান এলাকায় থাকা মুসলিম হাই স্কুলকেন্দ্রে ভোট দেবেন সকাল ১১টায়।

এছাড়া, রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে ১১২ সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এদের মধ্যে মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম নামের এক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এছাড়া সংরক্ষিত আসনের ১০টি ওয়ার্ড কাউন্সিলর পদে মোট ৪৬ নারী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজশাহী মহানগরীর ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড থেকে তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্য সুলতানা আহমেদ সাগরিকাও রয়েছেন।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top