বন্ধ ইলিশ আহরণ: পবায় জেলে ও বন্যার্তরা পেল সহযোগিতা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০ ২১:৪০; আপডেট: ২০ অক্টোবর ২০২০ ২১:৪২

পবায় হরিয়ান ইউনিয়ন পরিষদে জেলে ও বন্যার্তদের চাল বিতরণ করা হচ্ছ।

রাজশাহীর পবা উপজেলায় জেলে ও বন্যার্তদের মাঝে খাদ্যশস্য বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকায় ভিজিএফ কর্মসূচির আওতায় ইউনিয়নের জেলে ও বন্যার্তদের মাঝে এসব খাদ্যশস্য বিতরণ করা হয়।

কর্মসূচীতে প্রধান অতিথি থেকে চাল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন।

এই সময় পরিষদ চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার, হরিপুর ইউপি’র চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল। এভ সময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক। কাটাখালী থানা অফিসার্স ইনচার্জ জিল্লুর রহমান।

এ দিন ২০ কেজি করে ২২৫ জন জেলেকে এবং ১০ কেজি করে বন্যার্তদের মাঝে করে চাল বিতরণ করা হয়। উপজেলায় ৯৬০ জন জেলেকে পর্যায়ক্রমে এসব ভিজিএফ চাল দেয়া হচ্ছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত নদী থেকে ইলিশ আহরণ বন্ধ থাকবে।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top