কয়েল থেকে আগুন: বাঘায় পুড়ে মরল দুই গরু

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০ ২১:৫৫; আপডেট: ২০ অক্টোবর ২০২০ ২২:০২

অগ্নিদগ্ধ হয়ে আহত গরুকে পানি দেয়া হচ্ছ।

রাজশাহীর বাঘা উপজেলায় গোয়ালঘরে আগুনে পুড়ে মরল দুই গরু।

সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গর্ভবতী ১টি গাভীসহ ২টি গরুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে গর্ভবতী আরো ১টি গাভীসহ বাড়ির এক লোক।

ভুক্তভোগী মালিক আলাউদ্দিনের প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

মালিক আলাউদ্দিন জানান, একই গোয়াল ঘরে তার দুই ছেলের ৩টি গরু রাখা ছিল। এর মধ্যে আবুল কালামের ১টি ও সেলিম উদ্দিনের ২টি। মারা গেছে একটি ষাড় ও আট মাসের গর্ভবতী ১ গাভী। গুরুতর আহত হয়েছে গর্ভবতী আরেক গাভী। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে তার ছেলে সেলিম হোসেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হওয়ায় বাড়ির অন্য ঘরগুলো ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

ঘটনাস্থলে গিয়ে আহত গরুকে চিকিৎসা দেয়া হয়েছে জানান উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন ডাঃ রোকনুজ্জামান। তবে তিনি জানান গরুটির অবস্থা আশঙ্কজনক।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু এবং বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান শফিক।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top