পুঠিয়ায় পুলিশ ভ্যানের ধাক্কায় আহত ৩

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০ ০৩:৩২; আপডেট: ৭ মে ২০২৪ ২০:২৭

 

রাজশাহীর পুঠিয়ায় পুলিশ ভ্যানের ধাক্কায় তিনজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

আহতরা হচ্ছেন উপজেলার গন্ডগোহালী গ্রামের মোজাহার আলীর ছেলে মায়নুল হক (১৮), একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে পান্না (১৯) ও আবু কালামের ছেলে রাকিবুল ইসলাম (২০)। বুধবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর ইউনিয়ন পরিষদ-গন্ডোগোহালী সড়কের উপজেলা চেয়ারম্যানের বাড়ির নিকট এ ঘটনা ঘটে।

আহত মায়নুল হকের ভাই আয়নাল হক বলেন, আহত তিনজন পুঠিয়া সদর এলাকায় বিভিন্ন দোকানের কর্মচারী হিসাবে কাজ করেন। তারা দুপরের খাবারের জন্য একটি মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। পথে উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্চুর বাড়ির নিকট আসামাত্র গন্ডগোহালী থেকে পুঠিয়া সদরে আসা একটি পুলিশ ভ্যানের সাথে তাদের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কের পাশে খাদে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, আমাদের থানার পুলিশ ভ্যানের সাথে ধাক্কা লেগে তিনজন আহত হওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে কোন পুলিশ ভ্যানের সাথে দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে হাসপাতালে লোক পাঠানো হয়েছে।

কাফি/০৩



বিষয়: পুঠিয়া


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top