দূর্গোৎসব উপলক্ষে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ অব্যাহত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০ ২২:৪৩; আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৯:৫৯

শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ অব্যাহত আছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ কার্যালয়ে কয়েকটি মন্দিরের প্রতিনিধিদের মাঝে চেক বিতরণ করা হয়।
রাজশাহী মহানগরী সহ ৯টি উপজেলার প্রায় একশ মন্দিরকে দুই হাজার টাকা করে অনুদান দেয় জেলা পরিষদ। এর ধারাবাহিকতায় প্রায় ২০টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাশুক-ই-মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আবদুল মান্নান।
উল্লেখ, ১৫ অক্টোবর থেকে রাজশাহী জেলা পরিষদ দূর্গোৎসব উপলক্ষে অনুদানের চেক বিতরণ শুরু করে।
কাফি/০১
আপনার মূল্যবান মতামত দিন: