পবায় দূর্গোৎসব উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০ ২২:০৯; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩১

পবার নওহাটায় দূর্গোৎসব উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ।

রাজশাহীর পবা উপজেলায় সনাতন ধর্মীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে অসহায় দরিদ্র গরীবদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার নওহাটা মহিলা ডিগ্রী কলেজে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনের উপস্থিতিতে অসহায় ব্যক্তিদের মাঝে শাড়ী, ধুতি বিতরণ করা হয়।

এই সময় বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর রহমান, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাউছার আলী, হরিয়ান ইউপির চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, আরএমপি পবা থানা অফিসার্স ইনচার্জ শেখ গোলাম মোস্তফা, নওহাটা পৌর আ’লীগ সভাপতি আব্দুল বারী খান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর যুবলীগ সভাপতি হাফিজুর রহমান, পবা উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার সাহা, সাধারণ সম্পাদক কানাই কুমার সাহা, হিন্দু- বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমান সাহা, সাধারণ সম্পাদক গুরুপদ সরকার প্রমুখ।

প্রায় এক হাজার ৭শ’ জন হিন্দু ধর্মালম্বিদের এই কর্মসূচীর আওতায় আনা হয়।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top