রাজশাহীতে ৩ ভুয়া পুলিশ আটক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৩৫; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০৮:২১

রাজশাহী জেলার তানোর থানার বাধাইড় ইউনিয়নের শিকপুর গ্রামের দিয়ারা পাড়ায় শুক্রবার দিবাগত রাতে ৩ ভূয়া পুলিশকে আটক করেছে তানোর থানা পুলিশ। আটকৃতদেরকাছ থেকে একটি হ্যান্ডকাফ, ভুয়া পুলিশ আইডি কার্ড এবং তাদের ব্যবহৃত একটি সিএনজি জব্দ করে।
আটককৃত হলো তানোর থানার মাসিন্দা গ্রামের মো: আসাদুলের পুত্র মো: রাকিব হোসেন (৩০) এবং আড়াদিঘীর মো: মোফাজ্জলের পুত্র মো: তৌহিদুল ইসলাম (২৫) ও দেবীপুরের মো: মহসিনের পুত্র মো: মুন্না সরকার (২৩)।
পুলিশ জানায়, রাজশাহীর তানোর মন্ডুমালা তদন্তকেন্দ্রের এসআই মো: মোজাহারুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কয়েকজন দুষ্কৃতিকারী পুলিশ পরিচয় দিয়ে তানোর থানার বাধাইড় ইউনিয়নের শিকপুর গ্রামের দিয়ারা পাড়ায় আদিবাসীদের ভয়-ভীতি প্রদর্শন করছে এবং তাদের নিকট টাকা জোরপূর্বক টাকা আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে মন্ডুমালা তদন্তকেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো: মোজাহারুল ইসলাম ঐ গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
আপনার মূল্যবান মতামত দিন: