নাবিল গ্রুপের ট্রাকে অজ্ঞাত লাশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৩ ০০:২৯; আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৮

রাজশাহীতে চুরি যাওয়া ট্রাক থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে রাজশাহী নগরীর বিমানবন্দরের সামনে পরিত্যাক্ত ট্রাকে লাশ পাওয়া যায়।
ট্রাকটি নাবিল গ্রুপের। শুক্রবার রাতে চুরি হয়ে যাওয়ার পর নাবিল গ্রুপের এডমিন অফিসার মাসুদ রানা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি চুরির মামলা করেন। শনিবার সেটি উদ্ধার করা হয়।পরে চুরি হওয়া ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় বিমানবন্দরের সামনে পাওয়া যায়। ওই ট্রাকে মালামাল না থাকলেও একটি লাশ পাওয়া গেছে। তবে লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশটি ট্রাকের ছিটের নিচে কাঁথা দিয়ে মোড়ানো ছিল। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: