বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হিন্দু ধর্মের শারদীয় দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২০ ২৩:৩১; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৭

বিজয়া দশমীর মধ্য দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে আজ সোমবার (২৬ অক্টোবর)।

এদিন দুপুর একটা থেকে নগরীর মুন্নজান প্রাইমারী স্কুলের সামনে পদ্মা নদীতে চলছে প্রতিমা বিসর্জন। এরমধ্যে দিয়েই শেষ হচ্ছে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের এ মিলনমেলা।

এদিকে বিসর্জন ঘিরে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য রাজশাহীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পদ্মা নদীর তীরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। দুর্ঘটনা এড়াতে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিটও পদ্মায় অবস্থান করছে।

কাফি/০২



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top