বাগমারায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২০ ২০:৩৭; আপডেট: ১ নভেম্বর ২০২০ ২১:৩৬

বাঘমারায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা।

রাজশাহীর বাঘমারা উপজেলায় পালিত হল বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০।

রবিবার (০১ অক্টোবর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে বাগমারা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

“মুজিব বর্ষের আহ্বান যুব কর্মসংস্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ঋণ প্রদান ও সম্মাননা প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে এবং সংগঠক মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী, কৃষি অফিসার রাজিবুর রহমান, বিএমডির সহকারী প্রকৌশলী রেজাউল করিম, সমবায় অফিসার আলাউদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, আব্দুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে আত্মকর্মীর মাঝে যুব ঋণ বিতরণ এবং সফল যুব সংগঠককে সম্মাননা প্রদান করা হয়। এই সময় সাজেদা পোল্ট্রি ফার্ম এর মালিক মোয়াজ্জেম হোসেন সহ ৪ জন আত্মকর্মীর মাঝে ২ লাখ ৮০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়াও সফল সংগঠক হিসেবে বাবলুর রহমান এবং বোরহান আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top