পবায় পালিত হল বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২০ ২১:১৮; আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০৮:৫৯
-2020-11-01-15-17-58.jpg)
‘মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলায় পালিত হল ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস’।
রোববার (০১ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে রোববার সকালে যুব র্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন।
এ সময় আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা।
দিবস উপলক্ষে উপজেলার ২৩ জন আত্মকর্মশীল যুবা-যুবকের মাঝে ১০ লাখ টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: