পবায় পালিত হল বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২০ ২১:১৮; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১১:৫০

দিবস উপলক্ষে যুবদের মাঝে যুবঋণ প্রদান করা হচ্ছে।

‘মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলায় পালিত হল ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস’।

রোববার (০১ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে রোববার সকালে যুব র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন।

এ সময় আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা।

দিবস উপলক্ষে উপজেলার ২৩ জন আত্মকর্মশীল যুবা-যুবকের মাঝে ১০ লাখ টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়।

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top