অবস্থান কর্মসূচিতে পিসরেট কর্মচারীদের রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২০ ০০:৫৩; আপডেট: ২ নভেম্বর ২০২০ ২১:২৮

কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন ধরণের সমাধান বা আশ্বাস না পেয়েই শেষ হয়েছে পিসরেট কর্মচারী পরিষদের পঞ্চম দিনের অবস্থান কর্মসূচি। রবিবার (১ নভেম্বর) মাথায় কাফনের কাপড় বেধে এই অবস্থান কর্মসূচিতে নেমেছেন তারা। পরে দাবি আদায়ের জন্য তার রাস্তায় শুয়ে আধাঘন্টা রাস্তা অবরোধ করে।

এ সময় বক্তারা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করতে চাই। কিন্তু কর্তৃপক্ষ রাস্তায় নামতে বাধ্য করছে। এমনকি আমাদের অবস্থানের জন্য নেসকো কার্যালয়ের চত্ত্বর খুলে দেয়া হয়নি। অথচ নেসকো আমাদের দিয়েই কোটি কোটি টাকার রাজস্ব আদায় করছে। আমাদের পথে রেখে এসি রুমে পরিবার নিয়ে ঘুমাচ্ছেন। আমরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না’।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, রংপুর বিভাগীয় সভাপতি ফারুক হাসান, সাধারণ সম্পাদক কালি শংকর দাস, পিসরেট কর্মচারী ঐক্য পরিষদ নেতা কবির হোসেন, আনোয়ার হোসেন, সোহেল রানা, জাইদুর রহমান জিতু, মামুন অর রশিদ, আসলাম, বাবু, আব্দুল মান্নান প্রমুখ। এ কর্মসূচিতে অংশ নেন রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যগণ।

সংগঠনের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুম খান জানান, তাদের দাবি যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্য পদের বিপরীতে চাকুরী স্থায়ী করা। সংশ্লিষ্ট কর্মচারীদের কথাগুলো দাবি আকারে তুলে ধরে চলতি বছরের জানুয়ারি থেকে নেসকোর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এতো দিনেও এবিষয়ে কোন সুরাহা হয়নি। দুইবার কর্তৃপক্ষ বসতে চেয়েও তাদের সাথে বসেনি। কর্মচারীরা রাষ্ট্র ও জনগণের স্বার্থে তাদের কাজ বন্ধ রাখেননি। করোনা পরিস্থিতির মধ্যেও তারা কাজ চালিয়ে গেছেন। তবে যেহেতু কর্তৃপক্ষ তাদের দাবির প্রতি উদাসীন। তাই ২৭ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ৩দিন কর্মবিরতি পালন করেছেন তারা। কিন্তু কোন ফলাফল পাননি তারা। প্রেক্ষিতে সংগঠন শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন।

রাজশাহী ও রংপুর বিভাগে অস্থায়ী (পিসরেট) ভিত্তিতে নিয়োজিত সকল মিটার পাঠক ও বিল বিতরণকারী পিসরেট কর্মচারী পরিষদ এই অবস্থান কর্মসূচিতে নেমেছেন। তাদের ন্যায্য দাবিপূরণ না হলে বাড়ি ফিরবে না বলে ঘোষণা করা হয়।

এর আগে গত সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পিসিরেট কর্মচারী ঐক্য পরিষদ উত্তরাঞ্চল, নেসকো লিমিটেড, রাজশাহী ও রংপুরের ব্যানারে রাজশাহীর হেতেমখাঁ এলাকায় অবস্থিত নেসকো কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

কাফি/০১



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top