নগরীতে নতুন ৯৭ করোনা রোগী সনাক্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ জুলাই ২০২০ ১৮:০৪; আপডেট: ১৫ জুলাই ২০২০ ২১:২২

নগরীতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৯৭ জন। একই সময়ে রাজশাহীর দুইটি ল্যাবে একদিনে ১৩৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালের বর্হিবিভাগের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রামেক হাসপাতালের বহির্বিভাগের ল্যাবে ৫৯ জন এবং মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের ল্যাবে করোনা শনাক্ত হয় ৭৭ জনের।

রাজশাহীতে নতুন ১১০ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৯২ জনে দাঁড়াল। এর মধ্যে ১ হাজার ৪০৩ জনই নগরীর বাসিন্দা। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ৩৫, চারঘাটে ৩৫, পুঠিয়ায় ২১, দুর্গাপুরে ২৪, বাগমারায় ৪৬, মোহনপুরে ৫৮, তানোরে ৫৩, পবায় ৯৭ এবং গোদাগাড়ীতে ২০ জন করোনা রোগী শনাক্ত হয়।

রাজশাহীতে এ পর্যন্ত করোনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীতে ৮ জন। এছাড়াও আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৩৩৮ জন। এর মধ্যে নগরীতে ১৯৯ জন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top