ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২০ ২২:৪৯; আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০৯:০৫

রাজশাহীর নওহাটায় ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নওহাটা বাজারের ছালেহীয়া দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসার সামনে এসব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ রাজশাহী জেলা শাখার সভাপতি আলতাফ উদ্দিন। বক্তব্য রাখেন তেঘর দাখিল মাদ্রাসার সুপার রেজওয়ানুল হক পিনু, পবা থানা জামে মসজিদের পেশ ইমাম সাব্বির আহমেদ, ইসলামী চিন্তাবিদ মাইনুল ইসলাম বেলালী, মাওলানা সুজাউদ্দিন, প্রভাষক আমিন উল্লাহ, সুপার আব্দুল মজিদ। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মসলেহ উদ্দিন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: