গোদাগাড়ীতে জামায়াত নেতা গ্রেপ্তার
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৩ ২১:৩৬; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৮:২৬

রাজশাহীর গোদাগাড়ীতে জেলা জামায়াতের সূরা সদস্য ও গোদাগাড়ী পৌর জামায়াতের ৯ নং ওয়ার্ডের সেক্রেটারি সাইফুদ্দিন ওরফে নেভী সাফইফুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যার সাড়ে ৭ টার দিকে সুলতানগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জাহানাবাদ গ্রামের মৃত মন্টুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে সাইফুদ্দিন নৌবাহিনীর চাকুরী থেকে অবসর নিয়ে জামায়াতের রাজনীতির সাথে জড়িত হন। তিনি রাজশাহী জেলা জামায়াতের সূরা সদস্য ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের সেক্রেটারীর দায়িত্ব পালন করেন। গত রোববার (১২ নভেম্বর) বাদ মাগরিব নেতাকর্মীদের সাথে নিয়ে জামায়াত ইসলামের লিফলেট বিতরণ করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গোদাগাড়ী মডেল থানার ওসি আব্দুল মতিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমারা সুনির্দিষ্ট তথ্য মোতাবেক ও যথেষ্ট প্রমাণ সাপেক্ষে তাকে গ্রেপ্তার করেছি। তিনি রাজশাহী জেলা জামায়াতের সূরা সদস্য। গত ২৯ অক্টোবর থানার দায়েরকৃত নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: