চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরকসহ যুবক আটক

রাজ টাইমস | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩ ১৯:২৮; আপডেট: ২৭ জুলাই ২০২৪ ০৮:৫৪

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে তিন কেজি ৪২০ গ্রাম বিস্ফোরকসহ (গান পাউডার) মো. ইসমাইল (২৫) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের দাবি নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুদ করা হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে জেলার সদর উপজেলার মহারাজপুর এলাকা থেকে বিস্ফোরকগুলো জব্দ করা হয়। এ সময় সেখানে ২ কেজি কয়লাও পাওয়া যায়।

আটক ইসমাইল একই এলাকার বাগবাড়ীটোলা মহল্লার মফিজুল ইসলামের ছেলে।

রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা এলাকায় অভিযান চালিয়ে ইসমাঈলের ঘরের খাটের নিচ থেকে একটি বাজারের ব্যাগ থেকে বিস্ফোরক ও কয়লা জব্দ করে। এসময় ইসমাইলকে আটক করে।

র‌্যাব আরও জানায় সাম্প্রতিক সময়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে নাশকতা সৃষ্টি এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার জন্য বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য সংরক্ষণ করে রাখা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এ ঘটনায় সদর মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top