রাজশাহীতে হার্ডওয়ারের দোকানে আগুন

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩ ১৩:১৮; আপডেট: ৫ আগস্ট ২০২৫ ০১:০৯

ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীতে একটি হার্ডওয়ারের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর নওদাপাড়া এলাকায় একটি দোকানে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বিষয়টি জানিয়েছেন।

ওই দোকানের মালিকের নাম শামসুল আলম সেলিম।

স্থানীয়রা জানান, মেসার্স মুনিফ এন্টার প্রাইজ নামের এক দোকানে আগুন জ্বলতে দেখে ৯৯৯-এ কল দেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই দোকানে রড, সিমেন্ট, হার্ডওয়ার সামগ্রি, স্যনিটারি, গ্যাস সিলিন্ডার, রঙসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয়। আগুনে রঙয়ের কোটাগুলো বিস্ফোরিত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তারা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top