নৌকায় ভোট না দিলে সুবিধাভোগীদের কার্ড বাতিলের হুমকি

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৪ ১৪:২৮; আপডেট: ৬ জানুয়ারী ২০২৪ ১৬:৩৮

ফাইল ছবি

ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট না দিলে সুবিধাভোগীদের কার্ড বাতিলের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের বিরুদ্ধে। আচরণবিধি লঙ্ঘন করে তিনি নৌকায় ভোট চান বলেও প্রতিপক্ষ গ্রুপের অভিযোগ।

শুক্রবার (৫ জানুয়ারি) রাজশাহীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে এমন অভিযোগ করেছেন রাজশাহী-২ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

তার পক্ষে অভিযোগে স্বাক্ষর করেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক নাজমুল আলম ফটিক।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ জানুয়ারি জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কাউন্সিলর নজরুল। এসময় নৌকায় ভোট প্রদানের নির্দেশ দেন তিনি। নৌকায় ভোট না দিলে টিসিবি কার্ড এবং বয়স্ক ও বিধবা ভাতাসহ সরকারি সুযোগসুবিধা প্রদান করা হবে না বলে হুমকি দেন তিনি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কাউন্সিলর নজরুল শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ওই কাউন্সিলরের ৫৯ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কাউন্সিলর নজরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘আবারও ৭ তারিখে ভোট। আপনাদের যদি বিবেক থাকে, বিবেচনা থাকে। যে মানুষটা ঘর দিয়েছে, যে মানুষটা থাকার জায়গা করে দিয়েছে, যে মানুষটা স্বল্পমূল্যে খাবার দিয়ে পাঠিয়েছে, যে মানুষটা করোনার সময় যে বিনা পয়সায় ইনজেকশন দিয়েছে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইল খাইয়াছে, তার কথা যে ভুলে যাবে, সে বেইমান এবং ঠকবাজের সঙ্গে বসবাস করে।

আপনাদের কী বইলতে চাহাছি শুইন্যা লেন- এখন ম্যালা লোক আইসবে, ঠকবাজ আসবে। ঠকবাজকে প্রতিহত করেন। শেখ হাসিনা নৌকা যেখানে দিয়েছেন, নৌকায় ভোট দেন। কথা দিলেন? ঠিকাছে?’

এসময় সবাই বলেন, ‘ইনশাআল্লাহ।’ এরপর কাউন্সিলর বলেন, ‘৭ তারিখে কেউ বাড়িতে থাইকবেন না।’ এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়েছেন। সবাই আমাকেই ভোট দেবেন। আমার জয় হবেই।’

অভিযোগের ব্যাপারে শনিবার (৬ জানুয়ারি) দুপুরে ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, ‘কার্ড দিব না এরকম হুমকি দিইনি। আমি বলেছি, আপনারা নৌকা প্রতীকে ভোট দেন। আমি নৌকার লোক নৌকার পক্ষে কথা বলব। আমরা শেখ হাসিনার উন্নয়নের কথা বলেছি।’



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top