নগরীতে ঘুড়ি উড়াতে গিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জুলাই ২০২০ ০১:৪৫; আপডেট: ১৮ জুলাই ২০২০ ০৩:০২

নগরীতে ঘুড়ি উড়াতে গিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম শ্রী পল্বব হালদার (২২)। 

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর নিউ মার্কেট এলাকার দারুচিনি প্লাজার ছাদ থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রী পল্বব হালদার নগরীর ষষ্ঠীতলার জেলেপাড়া এলাকার শ্রী টুটুলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পল্ববসহ কয়েকজন বন্ধ মিলে দারুচিনি প্লাজার ছাদে ঘুড়ি উড়াতে উঠে। এসময় কোন ভাবে পল্বব পড়ে যায়। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্রবর্মন জানায়, ঘটনা শুনেছি। পল্ববের মরদেহ রামেক হাসপাতালে রয়েছে। এবিষয়টি আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

উল্লেখ্য, পল্বব রাজশাহীর বরেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

রাজ টাইমস/#রুম্মান 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top