পুঠিয়ায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০ ০০:১১; আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৫

কৃষকদের হাতে সার-বীজ তুলে দেয়া হচ্ছে।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে এই বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় বিতরণ সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ২০২০-২১ অর্থ বছরের প্রাকৃতিক দূর্যোগের কারণে কিছুটা ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ও রবি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে সার-বীজ বিতরন করা হয়।

প্রধান অতিথি থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়া, আ’লীগ নেতা শাহরিয়ার রহিম কনক প্রমুখ।

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top