রাজশাহীতে তারেক রহমানের জন্মদিন পালিত
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০ ০১:৩৬; আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৩:৫০
-2020-11-20-19-34-30.jpg)
রাজশাহীতে পালিত হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নগরীর কাশিয়াডাঙ্গায় জন্মদিন পালনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই দিন জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী জেলা সভাপতি নুসরাত এলাহী রিজভী। অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ম সম্পাদক রাসেদুল হক রাসু। এতে অন্যদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: