রাজশাহীতে যানবাহন থেকে চাঁদা তোলা চক্রের ৭ জন গ্রেপ্তার
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২২ মার্চ ২০২৪ ১৬:৫৩; আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ০৮:১০
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাক ও অটোরিকশা থেকে চাঁদা আদায়কারী চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল উপজেলা সদর ডাইংপাড়া ও কড়াইতলা মোড় থেকে তাদের গ্রেপ্তার করে।
গোদাগাড়ীর কাঁকনহাট বাজার সংলগ্ন কড়াইতলা মোড় থেকে গ্রেপ্তার তিনজন হলেন-সুইট আলী (২৪), বেনজীর আহাম্মেদ (৪০) ও আসিদুল ইসলাম (৩২)। তাদের কাছ থেকে ৮ হাজার ৪০ টাকা ও চাঁদা আদায়ের টালিখাতা জব্দ করা হয়েছে।
ডাইংপাড়া মোড় থেকে গ্রেপ্তার চারজন হলেন-শহিদুল ইসলাম (৩৭), রমজান আলী (২৭), তুষার আলী নাঈম (২৪) ও জিয়াউর রহমান পাইলট (৪২)। তাদের কাছ থেকে ৭ হাজার ৪২০ টাকা ও দুটি চাঁদা আদায়ের রশিদ বই জব্দ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, এরা রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা তুলতেন। কোনো চালক চাঁদা দিতে না চাইলে গাড়ি আটকে রেখে তাকে মারধর করতেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: