পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪ ১৬:২০; আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১১:১৬
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক যুবকের দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের ছাত্তার মোড় সংলগ্ন পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম তরিকুল ইসলাম (৩৪)। তিনি উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামের তাবারক আলীর ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলার বোগলাউড়ি ঘাটসহ বেশ কিছু পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে তরিকুল নামের একজনকে বালু উত্তোলনের দায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনস্বার্থে পরিচালিত এমন অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: