পদ্মায় গোসলে নেমে দুইজনের মৃত্যু

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪ ১৬:৪৫; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৭:৪৩

প্রতীকী ছবি

রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুজনের মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে।

রোববার (২১ এপ্রিল) দুপুরে পবা উপজেলার হরিপুরে এ ঘটনা ঘটে।

তারা হলেন, রাজশাহী নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৬)। সে এ বছর রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী। অপরজন মনির হোসেন (২০)। তিনি একই এলাকার শাহিন হোসেনের ছেলে। মনির পেশায় থাই মিস্ত্রি।

রাচি মহানগর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে কয়েকজন একসঙ্গে নদীতে গোসলে নামে। এসময় বাপ্পি ও মনির ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top